স্টাফ রিপোটার: মৌলভীবাজার নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিনের শুরুতে কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী-বেসরকারী সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। সোমবার (১৬ডিসেম্বর) ৪৮তম মহান বিজয় দিবসে সূর্যদয়ের সাথে সাথে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ০৬.৪০মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের সূচনা হয়।
বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সস্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়স্মৃ স্তিসৌধে সর্বস্থরের মানুষের ঢল নামে। স্মৃতিসৌধ বেদীতলে ও গনকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
এরপড় একে একে ফুলদিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার,হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যানবী রমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ,
মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স,মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ,জেলা আইনজীবী সমিতি, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, ঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সহ স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নাজিয়া শিরিন জেলা প্রশাসক মৌলভীবাজার।

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড, সহ বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজে (প্যারেড) পরিদর্শন ও অভিবাদ গ্রহণ করেন।

নাচ গান শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম নাজিয়া শিরিন জেলা প্রশাসক, মৌলভীবাজার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, জেলা পুলিশ সুপার মৌলভীবাজার।

জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের, বিজয় উৎসবে উপস্থিত থেকে উপভোগ করেন, মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।


