বাংলার দিন ডেস্কঃ কোভিড-১৯’ সর্বশেষ আপডেট
# | আক্রান্ত | সুস্থ | মৃত |
বাংলাদেশ | ২১৮ | ৩৩ | ২০ |
বিশ্ব | ১৪,৪৫,৯১১ | ৩,০৯,১১৩ | ৮৩,২৫ |
বাংলার দিন ডেস্কঃ কোভিড-১৯’ সর্বশেষ আপডেট
# | আক্রান্ত | সুস্থ | মৃত |
বাংলাদেশ | ২১৮ | ৩৩ | ২০ |
বিশ্ব | ১৪,৪৫,৯১১ | ৩,০৯,১১৩ | ৮৩,২৫ |
ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকেপড়া আরও ৫১ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
বিশেষ ব্যবস্থাপনায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে এসেছেন।
বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, বুধবার দুপুরে ফেরত আসা ৫১ যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে। হোম কোয়ারেন্টিন শেষে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবেন।
সুত্রঃ যুগান্তর